Twitter

Follow palashbiswaskl on Twitter
Follow palashbiswaskl on Twitter

Sunday, August 4, 2013

মোদীই হোন প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সায় সঙ্ঘের

মোদীই হোন প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সায় সঙ্ঘের

মোদীই হোন প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সায় সঙ্ঘের
এই সময়, নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে কবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে ? পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে না পরে ? বিজেপি সভপতি রাজনাথ সিং -এর কাছে প্রশ্ন আপাতত এটাই৷ মোদী -অনুগামীরা চাইছেন , বিধানসভা নির্বাচনের আগেই মোদীকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক৷ ২১ সেপ্টেম্বরের মধ্যে দিল্লি , রাজস্থান , মধ্যপ্রদেশ -সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে৷ তার আগে জল্পনার অবসান হোক৷ এই ব্যাপারে আরএসএস সবুজ সঙ্কেত দিলেও , ঘোষণার দিন নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতাদের ওপর৷ তবে, আদবানি শিবিরের বিরোধিতা অব্যাহত৷ শনিবার যশবন্ত সিং বলেন , 'ভারতীয় গণতন্ত্রের রীতি হল , লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করা৷ ভারতে রাষ্ট্রপতি প্রধান ব্যবস্থা নেই , তাই আগে থেকে ৷


নাম ঘোষণার দরকার নেই৷ এটা একটা নতুন প্রবণতা৷ লোকে কাদের জিতিয়েছে , তা দেখার পরই নাম ঘোষণা হওয়া উচিত৷ কংগ্রেসও এই কারণে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাচ্ছে না৷ 'রাজনাথ সম্প্রতি জানান , বিজেপি -র প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন , তা স্পষ্ট৷ কংগ্রেস বলুক, তাঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এই অবস্থায় যশবন্তের এই মন্তব্য তাত্পর্যপূর্ণ৷ 

তবে মোদীপন্থীরা এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন৷ তাঁদের বক্তব্য , 'যশবন্ত বোধহয় ভুলে যাচ্ছেন, ৷ 

এর আগে ১৯৯৬ , ১৯৯৮ , ১৯৯৯ সালে দল আগেভাগেই জানিয়ে দেয় , বাজপেয়ীই প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷ এ প্রবণতা নতুন নয়৷ জওহরলাল , ইন্দিরা , রাজীব গান্ধী যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তা নিয়ে কি কোনও সংশয় ছিল ? তা হলে মোদীর ক্ষেত্রে আপত্তি কেন ?' পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে -পরের বিষয়টি উঠছে , কারণ দলের একাংশের মতে , বিধানসভা নির্বাচনের ফলাফল একবার দেখে নেওয়া যাক৷ কারণ , দিল্লি ও রাজস্থান বিজেপিকে চিন্তায় রেখেছে৷ যদি মোদীর নাম ঘোষণার পরও শেষ পর্যন্ত ফলাফল কংগ্রেসের পক্ষে ৩-২ হয়ে যায় তখন কী হবে ? সে ক্ষেত্রে দলে একটা বড়সড় ধাক্কা লাগবে৷ তাই তাঁরা চান , বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই মোদীর নাম ঘোষণা হোক৷ কিন্ত্ত মোদী -অনুগামীরা অতটা দেরি করতে রাজি নন৷ তাঁরা চাইছেন , প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাড়তাড়ি ঘোষণা করা হোক তাঁদের প্রিয় 'ন মো '-র নাম৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors