Twitter

Follow palashbiswaskl on Twitter
Follow palashbiswaskl on Twitter

Thursday, October 9, 2014

এটিএমে ক্যাশ গন্ডগোল সমাধানে মুদির দোকানি বাবুদা উবাচ হে কহিল,জাল নোট,ছেঁড়া নোট,যাহা গন্ডগোল দেখিবে,ততক্ষনাত ঔ ক্যামেরায় দ্যাখাইতে হইব। পলাশ বিশ্বাস

এটিএমে ক্যাশ গন্ডগোল সমাধানে মুদির দোকানি বাবুদা উবাচ

হে কহিল,জাল নোট,ছেঁড়া নোট,যাহা গন্ডগোল দেখিবে,ততক্ষনাত ঔ ক্যামেরায় দ্যাখাইতে হইব।

পলাশ বিশ্বাস


বুড়া হইতাছি।সবকিছু হঠাত ভাল মাইরা যাই।গতকাল দোকান থেক্যা ওষুধ আইন্যা ছাতার মাতা কোথায় যে ফেলাইয়া বইসা আছি,মালুম হইতাছে না।আবার ওষুধ আননে গিন্নির ইমারজেন্সি কল,দুধ আনতে হইব।

সেইমত বাবূদার মুদির দোকানে হাজিরা।

তকুনি একজন বাবুদার চোখের সামনে হাজার টাকার এক খানি নোট ঝুলাইয়া দিলেন।বাবুতা পরীক্ষা নিরীক্ষা কইরতে লাগছেন ত সেই ভদ্রলোক কইলেন,এটিএম থেক্যা আনছি।জাল হইলে কিচ্ছু করণের নাই।

বাবুদা হাইস্যা খান খান।

বাবুদা কহিলেনঃ কি যে কও,এটিএমে যাও,কল বোঝোনা।বেবাক ইন্তেজাম রইছে না।

তারপর বাবুদা কহিলেন,এটিমে জলজ্যান্ত ক্লোজ সার্কিট ক্যামেরা রইছে একখান।টাকা তুইেল্যা পকেটে রাইখ্যা দৌড় লাগানোর আগে অবশ্যই হেই ক্যামেরার সামনে টাকা গোনন লাগে।কম বেশি হইল কিনা দ্যাখোন লাগে।

মুই শুধাইলাম,জাল হিসে পর।

হে কহিল,জাল নোট,ছেঁড়া নোট,যাহা গন্ডগোল দেখিবে,ততক্ষনাত ঔ ক্যামেরায় দ্যাখাইতে হইব।

সব এটিএমে একখানি ফোন রইছে।ক্যামেরায় গন্ডগোল রেকর্ড করাইয়া লাগান ফোন ব্যান্ককে।তারপরে ফর্মাল নর্মাল কমপ্লেন।

বাবুদার উবাচনে চক্ষু খুইল্যা গেল।

কহিলাম,হে ব্যাটা বেটি ব্যান্কের গাইডলাইনে তো ক্যামেরার সাক্ষ্য নিয়া সবিস্তারে কিচ্ছু কহে নাই।আজ মুই জানতি পারলাম।

এক্ষুনি পিসির পাতে ফ্যাইল্যা জনগণকে জানাইতে হইব।

হেই কারণে লক্ষ্মীর পাঁচালি লইয়্যা লিখতা বইছি।


ভারতের আইসিআইসিআই ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড ছাড়াই টাকা তোলা যাচ্ছে। গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভারতের যেকোনো স্থানে টাকাও ট্রান্সফার করতে পারবেন। আর এটি করা যাবে ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করার মাধ্যমে।


বর্তমানে ইলেক্ট্রনিক রেমিট্যান্স গ্রহণের এ সুযোগ কেবল অ্যাকাউন্টধারীদের জন্য। এটি প্রাথমিকভাবে ব্যাংকের সঞ্চয়ী হিসাবধারীরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ সুবিধা পাবেন।



আগামী পাঁচ মাসে দেশ জুড়ে ২৬,৫০০ টি  নতুন এটিএম খোলার পরিকল্পনা করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ এই নতুন এটিএম খোলা হলে এটিএম এর সংখ্যা হবে ৬৫ হাজার৷  এই বিপুল পরিমাণ এটিএম পরিষেবার চালু করে ভারতের মতো উন্নয়নশীল দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে৷

প্রসঙ্গত ভারতীয় স্টেট ব্যাংক এবং আরও বেশকিছু রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে ৩৮ হাজার ৭৭৯টি এটিএম খুলেছে৷

এই ব্যাপারেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক এক্সুকিউটিভ জানান ,'২০১৪ সালের মার্চ মাসের মধ্যেই সাত হাজার ৮০০ টি এটিএম মেশিন খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

এই এটিএম গুলির পরিষেবা সচল করার জন্য ইতিমধ্যে মুম্বইয়ের তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে কথাও হচ্ছে৷ ওই সংস্থাকে ২৫০-২৬০ কোটি রুপির বিনিময়ে বরাত দেওয়া হয়েছে৷'



এটিএম বলতে বুঝায় অটোমেটেড টেলার মেশিন। এটিএম দিয়েকোন মানুয়ের সহায়তা না নিয়েই ব্যাংক বিল্ডিং এর বাইরে যেকোন স্থানে ব্যাংকের একজন হিসাবধারী যেকোন সময় স্বয়ংক্রিয়ভাবে টাকা উঠানো,ব্যালেন্স অনুসন্ধান, মোবাইল পেমেন্ট, ব্যালেন্স ট্রান্সফার, মিনি একাউন্ট স্টেটমেন্ট প্রিন্ট প্রভৃতি কাজ করতে পারে। এটিএমে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে ম্যাগনেটিক স্ট্রিপ বা চিপ প্রযুক্তি যুক্ত প্লাস্টিক কার্ডের দ্বারা লেনদেন করা হয়।

বর্তমানে এটিএম সার্ভিস ব্যাংকিং খাতের এক জনপ্রিয় প্রদান মাধ্যম হিসাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক দেশের সমস্ত আন্তঃব্যাংক এটিএম সুইচকে সমন্বিত করে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) চালু করেছে। অর্থাৎ যে কোন ব্যাংকের এটিএম হতে অন্য ব্যাংকের হিসাব হতে টাকা উঠানোসহ অন্যান্য কাজ করা যাবে। দেশে কিছু বেসরকারী উদ্যেগে প্রাতিষ্ঠিত সুইচ এটিএম সেবা প্রদান করছে যেমন –Omnibus, Q-Cash, Cash link উলেস্নখযোগ্য। বাংলাদেশে ২০০১ সাল থেকে এটিএম সেবা চালু রয়েছে।

কে এটিএম ব্যবহার করতে পারবে :

  • ব্যবহারকারীকে অবশ্যই কোন বানিজ্যিক ব্যাংকের হিসাবধারী হতে হবে।

  • গ্রাহককের অনুকুলে তার ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্লাস্টিক কার্ড(ডেবিট/ক্রেডিট/প্রোপাইটরী) থাকতে হবে।

  • গ্রাহকের একটি পিন (পার্সনাল আইডেনটিফিকেশন নম্বর) থাকতে হবে।

এটিএম ব্যবহারের পদ্ধতি :

  • প্রথমে এটিএম বুথে গিয়ে এটিএম মেশিনের নিদিষ্ট স্থানে গ্রাহকের কার্ডটি প্রবেশ করাতে হবে

  • স্বয়ংক্রিয় ভাবে এটিএম মেশিনের স্ক্রিনে কার্ডধারীর পিন চাওয়া হবে।

  • তারপর পিনটি প্রবেশ করালে লেনদেন কার্যক্রম শুরু হবে।

  • স্বয়ংক্রিয়ভাবে জানতে চাওয়া হবে গ্রাহক কি ধরনের লেনদেন করতে চায়।

  • তারপর সেই ধরনের নির্দেশ প্রদান করে লেনদেন করতে হবে।

  • আর কোন লেনদেন করতে হবে কিনা তা জানতে চাওয়া হবে।

  • লেনদেন শেষ করার সাথে সাথে কার্ডটি বের হয়ে আসবে।

এটিএম হতে যে সকল সেবা প্রদান পাওয়া যায়ঃ

  • টাকা উঠানো/জমা দেওয়া।

  • ইউটিলিটি বিল প্রদান করা যায়।

  • কাস্টমারের একাউন্ট থেকে অন্য একাউন্টে ব্যালান্স ট্রান্সফার করা যায়।

  • ব্যালেন্স অনুসন্ধান

  • মোবাইল পেমেন্ট

এটিএম ব্যবহারের সুবিধা :

  • ২৪ ঘন্টা দিনে এবং বছরে ৩৬৫ দিন সেবা পাওয়া যায়।

  • নগদ টাকার ব্যবহার কম হয়।

  • কোনরকম ঝামেলা ছাড়াই সহজে টাকা উত্তোলন করা যায়।

  • নগদ টাকা হাতে ধরে রাখার প্রবনতা কমে আসবে।

  • টাকা বহনের ঝুঁকি কম।

  • এনপিএসবি এর মাধ্যমে এক ব্যাংকের কাস্টমার আরেক ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা উত্তোলন, ব্যালেন্স অনুসন্ধান এবং মিনি স্টেটমেন্ট নিতে পারে।

  • এটিএম এ বর্তমানে মোবাইল ব্যাংকিং এবং ব্যালান্স ট্রান্সফার করা যায়।

  • এটিএম ব্যবহারে যে সকল সমস্যা হতে পারে :

  • কম্পিউটার প্রযুক্তির ব্যাবহারের কারনে ত্রুটি দেখা দিতে পারে।

  • সিস্টেমের সমস্যা দেখা দিতে পারে।

  • বৈদ্যূতিক সমস্যার কারনে লেনদেন সমস্যা দেখা দিতে পারে।

  • প্রতিদিন নির্দিষ্ট পরিমানের বেশী টাকা উঠানো যায় না।

  • উৎসবে বা টানা ছুটিতে এটিএমএর মাত্রাতিরিক্ত ক্যাশ উত্তোলনের কারনে বুথে টাকার স্বল্পতা দেখা যায়।যেমনটা কলকাতায়পুজোয়ব্যান্ক টানা বন্ধ থাকায় সমস্যা দেখা গিয়েছিল

এটিএম একটি জনপ্রিয় আধুনিক ব্যাংকিং সেবা যা দ্রুতই প্রসার হচ্ছে।


এটিএম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করছে। আর্থিক সেবাভুক্তিতে এটিএম একটি অগ্রণী ভূমিকা রাখছে।


  1. New ATM Rules: Here's What You Need To Know

  2. www.indiatimes.com/.../india/new-atm-rules-heres-what-you-need-to-kn...

  3. Aug 16, 2014 - New ATM Rules: Here's What You Need To Know ... The Reserve Bank of India's capitulation to pressure from the banks has meant that ...

  4. White Label ATMs (WLAs) in India - Guidelines - Reserve ...

  5. www.rbi.org.in › Index To RBI Circulars

  6. In terms of existing rules/regulations, only banks are permitted by Reserve Bank ofIndia (RBI) to set up Automated Teller Machines (ATMs) as extended delivery ...

  7. Using the ATM ? Careful. New Rules Apply - NDTVProfit.com

  8. profit.ndtv.com/.../article-using-the-atm-of-another-bank-careful-new-ru...

  9. Aug 14, 2014 - Frequent withdrawal of cash from ATMs or automated teller machineswill become expensive from November, with the Reserve Bank of India ...

  10. Using the ATM ? Careful. New Rules Apply - News Oneindia

  11. news.oneindia.in › NewsIndia

  12. Aug 15, 2014 - The new guidelines, which were issued in pursuance of a ... India has a total of 1.6 lakh ATMs across the country as of March 2014. PTI.

  13. RBI cuts number of free cross-bank ATM transactions to 3 ...

  14. zeenews.india.com/.../rbi-cuts-number-of-free-cross-bank-atm-transactio...

  15. Aug 15, 2014 - The new guidelines, which were issued in pursuance of a ... India has a total of 1.6 lakh ATMs across the country as of March 2014.

  16. New RBI rules for ATMs, bank branches - Yahoo India Finance

  17. https://in.finance.yahoo.com/.../new-rbi-rules-for-atms-bank-branches-5-...

  18. May 22, 2014 - View New RBI rules for ATMs, bank branches: 5 things to know on Yahoo India Finance. See New RBI rules for ATMs, bank branches: 5 things ...

  19. New rules for ATM usage from November! - Yahoo India ...

  20. https://in.finance.yahoo.com/.../rules-atm-usage-november-230142421.h...

  21. Sep 3, 2014 - 'New rules for ATM usage from November!' on Yahoo India Finance. Many people have a habit of withdrawing small amounts of money from ...

  22. New rules for ATM usage from November | Kashmir Reader

  23. kashmirreader.com/new-rules-for-atm-usage-from-november-21144

  24. Sep 4, 2014 - The new ATM transaction rules issued by the Reserve Bank of India is applicable to all ATM transactions including withdrawing cash, checking ...



  25. News for atm guidelines india

  26. More news for atm guidelines india



  27. [PDF]MicroATM Standards - Indian Banks' Association

  28. www.iba.org.in/upload/MicroATM_Standards_v1.5.1_Clean.pdf

  29. Feb 3, 2013 - Page 1. MICRO-ATM STANDARDS. Version 1.5.1. March 2013. IndianBanks' Association. Unique Identification Authority of India. Institute for ...

  30. Google+

  31. https://plus.google.com/.../posts/jDftPryMwYq

  32. Avneesh Kaushik

  33. Sep 5, 2011 - Shilpi Tiwari originally shared this post: SBI guidelines- : Bcoz of written Rupee note, Indian Govt. has Rs.2638 ...



Searches related to atm guidelines india

rules of atm transaction in india

indian bank atm rules

atm rules and regulations

india rules and regulations

atm guidelines rbi

atm rules in india


তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি ডাকঘর এটিএমতামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি ডাকঘর এটিএভারতে এই প্রথম চালু হলো পোস্ট অফিস সেভিংস ব্যাংক এটিএম বা ডাকঘর এটিএম পরিষেবা। যাঁরা ডাকঘরে টাকা রাখেন, তাঁরা এই এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন।


তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের থিয়াগয়ানগর প্রধান ডাকঘরে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই এটিএম পরিষেবার উদ্বোধন করেন।

পি চিদাম্বরম বলেন, ডাক বিভাগকে সম্পূর্ণ প্রযুক্তিভিত্তিক করে তুলতে এই পরিষেবা চালু করা হয়েছে। ডাকঘর পরিষেবাকে প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত করতে চলতি ২০১৪-১৫ অর্থবছরের অন্তর্বর্তী বাজেটে চার হাজার ৯০৯ কোটি রুপি বরাদ্দ করেছে।


ডাক বিভাগের সচিব পদ্মিনী গোপীনাথ বলেন, ২০১৫ সালের শেষ নাগাদ দুই হাজার ৮০০ এটিএম স্থাপন করা হবে। তিনি জানান, আয় বাড়ানোর জন্য ডাক বিভাগ এখন গ্রামাঞ্চলে ই-কমার্স চালুর চিন্তাভাবনা করছে।




পরিষেবা










এসবিআই লাইফ ব্রাঞ্চে

পোস্ট অথবা ক্যুরিয়ারের মধ্যে দিয়ে আপনি সরাসরি টাকা জমা দিতে পারেন

ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস (ECS) – ম্যান্ডেট

সরাসরি ডেবিট

আপনার ক্রেডিট কার্ডে জমাকারী কর্তৃক ব্যাঙ্ককে দেওয়া নির্দেশ আছে

অনলাইন পেমেন্ট

স্টেট ব্যাঙ্কের গ্রুপ ATMS মারফত

আপনার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমাকারী কর্তৃক নির্দেশাবলী আছে

মারফত পেমেন্ট

এসবিআই লাইফ ওয়েবসাইট মারফত অনলাইনে প্রিমিয়াম প্রদান করুন

স্টেট ব্যাঙ্ক এবং সহযোগী ব্যাঙ্কের অ্যাকাউন্ট ধারকদের জন্য




1.

এসবিআই লাইফ ব্রাঞ্চে সরাসরি টাকা জমা দিন: আপনি আপনার নিকটবর্তী এসবিআই লাইফ ব্রাঞ্চে চেক/ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে প্রিমিয়াম প্রদান করতে পারবেন৷ দয়া করে মনে রাখবেন আপনি সারা ভারতের যে কোনো এসবিআই লাইফ ব্রাঞ্চ থেকে প্রিমিয়াম প্রদান করতে পারবেন৷


"SBI Life Insurance Company Ltd – Policy Number <Policy Number> "এর অনুকূলে চেক/ডিমান্ড ড্রাফ্ট কাটা উচিত   দয়া করে আপনার পলিসি নম্বর/নম্বরগুলি এবং আপনারযোগাযোগের নম্বর চেক/ DD উল্টোদিকে উল্লেখ করুন৷



2.

পোস্ট অথবা ক্যুরিয়ারের দ্বারা:আপনি যে কোনো এসবিআই লাইফ ব্রাঞ্চ অফিসে পোস্ট অথবা ক্যুরিয়ারের দ্বারা প্রিমিয়াম প্রদানের জন্য আপনার চেক এবং ডিমান্ড ড্রাফ্ট পাঠাতে পারেন৷ আপনার পেমেন্ট সত্যতার প্রাপ্তি স্বীকার আপনার যোগাযোগের ঠিকানাতে সরাসরি পাঠানো হবে৷



3.

ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস (ECS) – মানডেট ECS মারফত অটো ডেবিট হল একটি সুবিধা যার মাধ্যমে প্রিমিয়াম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট করা হবে৷ এই সুবিধাটি সম্প্রতি 86 টি অবস্থানে উপলব্ধ আছে৷ এই অবস্থানগুলিতে পলিসি ধারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং ক্লিয়ারিং হাউস অপারেশানে অংশ নেওয়ার জন্যECS মান্ডেট ফর্ম এর সঙ্গে একটি বাতিল হওয়া চেক যা MICR নম্বরে উল্লিখিত আছে সেটি জমা দিয়ে আপনি এই সুবিধা গ্রহণের জন্য রেজিস্টার করতে পারেন৷ আপনি আমাদের যে কোনো ব্রাঞ্চ অফিসে এই ম্যান্ডেট জমা দিতে পারেন অথবা নীচে উল্লিখিত


এসবিআই লাইফ ইনসিওরেন্স কো. লিমিটেড. আমাদের যোগাযোগের ঠিকানাতে মেল করতে পারেন৷

সেন্ট্রাল প্রসেসিং সেন্টার

কাপাস ভবন, প্লট 3A,

সেক্টর-10, CBD বেলাপুর,

নভি মুম্বাই- 400614


নন-রোলিং সেটেলমেন্ট বিভাগের মধ্যে ECS অবস্থানের জন্য প্রিমিয়াম প্রদানের বকেয়া তারিখ কমানো হবে না৷

ECS-এ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী



4.

সরাসরি ডেবিট: সরাসরি ডেবিটের সুবিধা হল অন্য সুবিধা যা আপনার বকেয়া তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বতঃ ডেবিট প্রিমিয়ামকে সক্ষম করে৷ সরাসরি ডেবিটের সুবিধা অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্দাসিন্দ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট ধারকদের জন্য উপলভ্য৷ এই সুবিধা পাওয়ার জন্য দয়া করে বকেয়া পূরণ করা সরাসরি ডেবিট ম্যান্ডেট ফর্ম সহ একটি বাতিল করা চেক জমা দিন৷ আপনি এই ম্যান্ডেট আমাদের যে কোনো ব্রাঞ্চ অফিসে জমা দিতে পারেন অথবা আমাদের যোগাযোগের ঠিকানাতে মেল করতে পারেন৷



5.

আপনার ক্রেডিট কার্ডের স্থায়ী নির্দেশ: একটি স্থায়ী নির্দেশ ইস্যু করার মাধ্যমে এসবিআই লাইফ গ্রাহকরা একটি বৈধ ভিসা অথবা মাস্টার ক্রেডিট কার্ডকে এসবিআই লাইফ প্রিমিয়ামের স্বতঃ ডেবিটের জন্য রেজিস্টার করতে পারেন৷ এই সুবিধাতে রেজিস্টার করার জন্য, দয়া করে ক্রেডিট কার্ড ম্যানডেট ফর্ম পূরণ করুন এবং সেটিকে আপনার নিকটতম এসবিআই লাইফ শাখা অফিসে আপনার নিজের অ্যাটেসটেড করা ক্রেডিট কার্ডের ফটো কপি সহ জমা দিন


যাচাই ও সক্রিয় হওয়ার পরে ভবিষ্যত প্রিমিয়াম ডিউ হওয়ার সাথে সাথে আপনার ক্রেডিট কার্ড থেকে ডেবিট হবে৷

ক্রেডিট কার্ডের বিষয়ে প্রায়্শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী



6.

অনলাইন পেমেন্ট: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নেট ব্যাঙ্কিং গ্রাহক এবং আমাদের অংশীদার ব্যাঙ্কগুলি এই সুবিধাতে রেজিস্টার করতে পারে৷ আপনাকে যা করতে হবে তা হল এসবিআই লাইফকে আপনার বিলার রূপে যুক্ত করুন ( এসবিআই লাইফ একটি জাতীয় বিলার রূপে তালিকা বদ্ধ ) এবং আপনার নীতি বিশদ দিন৷ আপনি বিকল্পভাবেwww.billdesk.com এর মাধ্যমে নিবন্ধভুক্ত করতে পারেন বিলডেস্ক রেজিস্ট্রেশান ফর্মঅথবা আপনার নিকটতম এসবিআই লাইফ শাখা


এই পরিষেবা সক্রিয় হবে এবং আপনার ব্যাঙ্কারের কাছে একটি প্রিমিয়াম ডিউ উপদেশ পাঠানো হবে৷ ডিউ তারিখ ও প্রিমিয়াম ডিউ সূচনা করে আপনার লগইনে প্রিমিয়াম বিল দেখানো হবে৷ আপনি প্রিমিয়াম অবিলম্বে মেটাতে অথবা প্রিমিয়াম ডিউ তারিখের আগে সুবিধাজকন তারিখে পেমেন্ট শেডিউল করতে পারেন৷ অনলাইন পেমেন্ট বিষয়ক প্রায়্শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী



7.

স্টেট ব্যাঙ্ক গ্রুপ এটিএম-এর মাধ্যমে*: এখন আপনি সমস্ত স্টেট ব্যাঙ্ক গ্রুপ এটিএম-এর মাধ্যমে রেজিস্টার করতে ও আপনার প্রিমিয়াম পে করতে পারবেন৷ বর্তমানে সারা দেশ জুড়ে স্টেট ব্যাঙ্ক গ্রুপের প্রায় 21500টির কাছাকাছি এটিএম আছে৷ এটিএম রেজিস্ট্রেশান ও এটিএম পেমেন্ট প্রক্রিয়ার জন্য এখানে ক্লিক করুন৷ এটিএম প্রায়্শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী



8.

আপনার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ট্যান্ডিং নির্দেশাবলী: এই সুবিধা কেবল সমস্ত এসবিআই এবং সহযোগী ব্যাঙ্ক হোল্ডারদের জন্য উপলভ্য৷ শুধুমাত্র স্ট্যান্ডিং নির্দেশাবলীর ফর্ম পূরণ করুন এবং এটিকে আপনার নিকটতম এসবিআই লাইফ শাখাতে জমা দিন এবং এটিকে আমাদের যোগাযোগ ঠিকানাতে পাঠান



9.

VISA BILL PAY.com-এর মাধ্যমে পেমেন্ট৷ভারতবর্ষে ইস্যুকরা কোন VISA ক্রেডিট কার্ডধারী সমস্ত এসবিআই লাইফ গ্রাহক এই সুবিধার মাধ্যমে পেমেন্ট বা প্রিমিয়ামের জন্য রেজিস্টার করতে পারে৷ এই সুবিধার জন্য রেজিস্টার করতে দয়া করেwww.visabillpay.com -এ লগ ইন করুন, এসবিআই লাইফকে আপনার বিলার রূপে যুক্ত করুন এবং রেজিস্ট্রেশানের জন্য আপনার পলিসি বিশদ দিন৷ যাচাইকরণের পরে এই পরিষেবাটি সক্রিয় হবে এবং আপনাকে প্রিমিয়াম ডিউ উপদেশ পাঠানো হবে৷ ডিউ তারিখ ও প্রিমিয়াম ডিউ সূচনা করে আপনার লগইনে প্রিমিয়াম বিল দেখানো হবে৷ আপনি প্রিমিয়াম অবিলম্বে মেটাতে অথবা প্রিমিয়াম ডিউ তারিখের আগে সুবিধাজকন তারিখে পেমেন্ট শেডিউল করতে পারেন৷


আরও সার্টিফিকেশানের জন্য দয়া করে আমাদের টোল ফ্রী নম্বর 1800 22 9090 -এ কল করুন৷ আপনি আমাদের info@sbilife.co.in.-এ ইমেল করতে অথবা আমাদের যোগাযোগ ঠিকানাতে চিঠি লিখতেও পারেন৷


যোগাযোগ ঠিকানা৷

এসবিআই লাইফ ইনসিওরেন্স কো. লিমিটেড.

সেন্ট্রাল প্রসেসিং সেন্টার

কাপাস ভবন, প্লট নং. 3A,

সেক্টর -10, CBD বেলাপুর,

নভি মুম্বাই – 400614



10.

এসবিআই লাইফ ওয়েবসাইটের মাধ্যমে প্রিমিয়ামের অনলাইন পেমেন্ট



এসবিআই লাইফ ওয়েবসাইটে লগ ইন করে পুনর্নবীকরণের প্রিমিয়াম প্রদান৷ গ্রাহকরা যদি বৈধ ভিসা / মাস্টার / আমেরিকান এক্সপ্রেস / ডাইনার্স ক্রেডিট কার্ডের ধারক হন বা ওয়েবসাইটে তালিকাবদ্ধ ব্যাঙ্কগুলির কোনও নেটব্যাংকিং অ্যাকাউন্ট থাকলে প্রদান করতে পারে৷ এই প্রদানগুলির জন্য কোনও নিবন্ধনের প্রয়োজন নেই বা কোনও অতিরিক্ত প্রিমিয়াম ধার্য করা হয়নি৷ মাসিক ক্ষেত্রে আগাম 10 দিন প্রিমিয়াম স্বীকৃত হবে এবং অ-মাসিক পলিসিগুলির ক্ষেত্রে 25 দিনে দেওয়া হবে৷ একইভাবে গ্রাহকরা প্রিমিয়ামের বকেয়া তারিখের পরে 5 মাস এবং 25 দিন অবধি প্রিমিয়াম প্রদান করতে পারে৷


পরিষেবাগুলি নিবন্ধিত মাইল পলিসি সেল্ফ সার্ভিস পোর্টালের নিবন্ধিত গ্রাহকদের জন্য উপলব্ধ এবং এটি অ নিবন্ধিত গ্রাহকদের জন্যও উপলব্ধ৷ পলিসির জন্য নিবন্ধভুক্ত গ্রাহকরা নবীকরণের প্রিমিয়ামটি Mypolicy তে লগ ইন করে প্রদান করতে পারেন৷ অনিবন্ধিত গ্রাহকরা প্রিমিয়ামটি www.sbilife.co.inএ লগইন করে প্রদান করতে পারে


প্রতিটি সফল লেনদেনের জন্য গ্রাহকরা অ্যাক্সেসের প্রতিবেদন এবং প্রিমিয়াম স্বীকারের প্রাপ্তিস্বীকারটি সঙ্গে সঙ্গে পাবে৷ পুনরায় নবীকরণের প্রিমিয়ামের প্রাপ্তিস্বীকারটি প্রিমিয়াম সামঞ্জস্য / বন্টনের পরে প্রেরণ করা হবে৷

প্রায়্শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী



11.

স্টেট ব্যাংক এবং সহযোগী ব্যাংকগুলির অ্যাকাউন্ট ধারকদের জন্য এসআই-ইএফটি :



এই সুবিধা কেবল সমস্ত এসবিআই এবং সহযোগী ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য উপলভ্য৷ এই সুবিধাটি অর্জন করতে, পলিসিধারকের তার ব্যাংকের শাখায় এসআই-ইএফটি আদেশ টি জমা দেওয়ার প্রয়োজন হয়৷ এটি একটি স্বচালিত প্রদানের মেকানিজম, ব্যাংকের দিকে সুবিধাটির সফল নিবন্ধনের পরে এটি বকেয়া তারিখে জমা পড়বে এবং এটি এসবিআই থেকে পরের দিন এসবিআই লাইফে জমা পড়বে৷ প্রদানের মোডটির অধীনে ব্যাংকের আধিকারিকদের মধ্যস্থতা ব্যাংকের ব্যবস্থার নিবন্ধন অবধি সীমাবদ্ধ৷ সুবিধাটি নিষ্ক্রিয় করার জন্য পলিসিধারককে তার ব্যাংকের শাখায় নিষ্ক্রিয়তার অনুরোধটি জমা দিতে হবে৷









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors