Twitter

Follow palashbiswaskl on Twitter
Follow palashbiswaskl on Twitter

Tuesday, May 21, 2013

শ্মশানের স্তব্ধতা!Oklahoma tornado spanned length of 22 soccer fields!ওকলাহোমা ঘাতক ঘূর্ণিঝড়ের শিকার ৯১, ‘বিপর্যয়’ ঘোষণা করলেন ওবামা

শ্মশানের স্তব্ধতা!ওকলাহোমা ঘাতক ঘূর্ণিঝড়ের শিকার ৯১, 'বিপর্যয়' ঘোষণা করলেন ওবামা

Oklahoma tornado spanned length of 22 soccer fields


Barack Obama pledges all necessary help for storm-hit Oklahoma


An aerial view of the tornado-ravaged Oklahoma city.

The five ranking, on the Enhanced Fujita Scale, puts the tornado in the same class as the deadliest in US history, which hit Joplin, Missouri, in 2011, killing 158 and injuring hundreds more.


Residents of suburban Oklahoma were returning home as rescue workers neared the end of the search for survivors and the dead after a mammoth tornado — said to be as wide as 22 football fields - flattened countless homes and claimed 24 lives, including nine children.

Even as officials revised the death toll down from the earlier 51, the National Weather Service gave Monday's tornado that hit suburban Moore, a community of 41,000 people about 10 miles south of Oklahoma City, with powerful winds that topped 200 mph, a preliminary highest EF5 rating.

The five ranking, on the Enhanced Fujita Scale, puts the tornado in the same class as the deadliest in US history, which hit Joplin, Missouri, in 2011, killing 158 and injuring hundreds more, according to Fox News.

Only 59 EF-5 tornadoes have touched down in the US in the last 63 years, or just one-tenth of a percent of all tornadoes.

Teams are still evaluating the destruction, CNN said. So far, they've found that the tornado spanned 1.3 miles -- the length of more than 22 football fields lined up end-to-end -- carving a 17-mile path of destruction.

"We're talking levels of debris that's 4 feet high, as far as you can see. And we're talking about cars that are upside-down and school books and children's toys and trees without bark," said Oklahoma City Mayor Mick Cornett calling it "the storm of storms."

Gary Bird, fire chief for the community of 56,000, said Tuesday afternoon he was "98% sure" there are no more survivors or bodies to recover under the rubble.

His comments came after emergency crews spent much of the day searching the town's broken remnants for survivors of the twister that flattened homes and demolished an elementary school.

No additional survivors or bodies have been found since Monday night, Bird said.

The Storm Prediction Center in Norman, Oklahome, forecast more stormy weather Tuesday in parts of Texas, Arkansas, Louisiana and Oklahoma, including Moore.


Disaster relief chief sent to devastated area; President has approved federal disaster funding.

Barack Obama.
US President Barack Obama on Tuesday offered condolences for the victims of a deadly tornado in Oklahoma and pledged to focus the nation's resources on recovery and rebuilding.
"As a nation, our full focus right now is on the urgent work of rescue and the hard work of recovery and rebuilding that lies ahead," he said at the White House. "Yesterday I spoke with Governor (Mary) Fallin to make it clear to Oklahomans that they would have all the resources that they need at their disposal."
Obama was briefed by Homeland Security Secretary Janet Napolitano and other senior advisers on the emergency response in Moore, where schools and a hospital were destroyed Monday.
The death toll was 24 as emergency workers continued to sift through debris. The president sent his top disaster relief official, Federal Emergency Management Agency Director Craig Fugate, to Oklahoma on Tuesday morning to help manage recovery efforts.
"The people of Moore should know that their country will remain on the ground, there for them, beside them, as long as it takes," said Obama, who has approved federal disaster funding for the region.
Obama spoke Monday night with Fallin and US Representative Tom Cole to express sympathy and condolences, the White House said. Sending FEMA's top official will "ensure all federal resources are supporting our state, local, and tribal partners in life saving and safety operations including search and rescue," the White House said in a statement.
Cole, a Republican who lives in Moore, said in media interviews that Obama, a Democrat, was kind and generous during Monday's call. "I'm quite confident that we'll get it (emergency aid) and that Congress will act, but certainly the president will use everything at his disposal," Cole told CBS This Morning.
Oklahoma's senators, Jim Inhofe and Tom Coburn, both Republicans, offered their condolences in posts on Twitter. Coburn said late Monday that any federal disaster aid would have to be offset with other budget cuts, CQ Roll Call said on its website. But on Tuesday Coburn, the top Republican on the Senate panel overseeing FEMA, said in a statement that "any and all available aid will be delivered without delay."
He and Inhofe were among the 36 Republican senators who voted against federal money to help clean up the Superstorm Sandy that hit New Jersey and New York last year. Cole, who voted for the $50.5 billion aid package for Sandy in January, said residents of the Oklahoma town will need outside assistance as well.
"Further down the line just like our friends with Sandy and Katrina and disasters of that sort, we'll need help from our fellow Americans," he told CBS. Inhofe told MSNBC that he would seek to ensure that measures to fund disaster relief for Oklahoma would not result in spending on other projects. He urged people to make contributions to the Red Cross and other relief organizations. "This thing was huge," he told CNN.


ওকলাহোমা ঘাতক ঘূর্ণিঝড়ের শিকার ৯১, 'বিপর্যয়' ঘোষণা করলেন ওবামা
---রয়টার্স।
ওকলাহোমা: আগাম সতর্কবার্তা ঘোষণা করেও ভবিতব্য এড়ানো গেল না ওকলাহোমায়৷ প্রকৃতির রোষে বিধ্বস্ত হয়ে গেল ওকলাহোমা সিটি সংলগ্ন মুর শহরতলি৷ ৪০ মিনিটের তাণ্ডব শেষ করে ঘূর্ণিঝড় যখন শান্ত হল ততক্ষণে ওকলাহোমার মুর শহরতলিতে প্রাণহানি হয়েছে ৯১ জনের৷ মৃতদের মধ্যে ২০ জনই শিশু৷

ওকলাহোমা সিটির শহরতলি 'মুর'৷ এমনিতে জমজমাট৷ কিন্ত্ত সোমবার দুপুরের পর থেকে পরিচিত শহরকে অন্য ভাবে আবিষ্কার করলেন মুরবাসী৷ টর্নেডোর ৪০ মিনিটের তাণ্ডবে গোটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ক'টা বাড়ি অক্ষত, ক'টা গাছ মাথা উঁচিয়ে রয়েছে, হাতে গুনেই বলে দেওয়া যায়৷ কোলাহলমুখর মুরের এমন নিস্তব্ধ রূপ দেখে এক শহরবাসীর বর্ণনা, 'ঠিক যেন চাঁদ৷ খানা-খন্দ-গর্তে ভরা প্রাণহীন ধ্বংসস্তূপ৷ সবুজের লেশমাত্র নেই৷'

টর্নেডোর সঙ্গে মুরের সম্পর্ক অনেক পুরোনো৷ আবহবিজ্ঞানীরা বলেন, দক্ষিণ ডাকোটা থেকে টেক্সাস পর্যন্ত বিস্তৃত ঘূর্ণিঝড়-প্রবণ এলাকাগুলিরই একটি মুর৷ ১৯৯৯ সালেও একই পথে শহরে তাণ্ডব চালিয়েছিল টর্নেডো৷ সে বার প্রাণ হারিয়েছিলেন ৪৪ জন৷ কিন্ত্ত ব্যস, তার পর এমন ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের সাক্ষী থাকেনি পশ্চিম-মধ্য আমেরিকার এই জনপদ৷

প্রাণোচ্ছ্বল মুরে শ্মশানের স্তব্ধতা
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুর।----রয়টার্স।

'২০১৩ সেই অর্থে ব্যতিক্রমী৷ মুরের ওপর দিয়ে একটা বিশাল টর্নেডো বয়ে গিয়েছে৷ কত মানুষ প্রাণ হারিয়েছেন! ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়৷'- বললেন ওকলাহোমার গভর্নর মেরি ফেলিন৷ সোমবারের টর্নেডোকে 'অশুভ' আখ্যা দিয়ে তাঁর মন্তব্য, 'শুধু মুর নয়, ওকলাহোমারই ভিত নাড়িয়ে দিয়েছে ওই ঘূর্ণি-দৈত্য৷'

দুপুর ২ টো ৫৬ থেকে টানা ৪০ মিনিট টর্নেডোর ধ্বংসলীলার ছবি আকাশপথে তুলে তা সরাসরি সম্প্রচার করেছে স্থানীয় টেলিভিশন চ্যানেল৷ তাদের ক্যামেরায় ধরা পড়া ধ্বংসের ছবি দেখেই উদ্ধারকারী দল যুদ্ধকালীন তত্পরতায় কাজে নেমেছে৷ ওই চ্যানেলই প্রথম দেখায় টর্নেডোর দাপটে চোখের সামনে কী ভাবে গুঁড়িয়ে গেল ওকলাহোমা সিটির আবাসিক প্লাজা টাওয়ার্স এলিমেন্টারি স্কুল৷ ৫৫ হাজার পড়ুয়া সেখানে থেকে পড়াশোনা করত৷ ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর ষষ্ঠ শ্রেণির এক ছাত্র ব্র্যাডি জানায়, 'প্রচণ্ড শব্দ হচ্ছিল৷ দিদিমণিই আমাদের বাথরুমে যেতে বলেন৷ পরে ঝড় থামার বেশ কিছু সময় পর দরজা খুলে দেখি, কিছুই আর আগের মতো নেই৷'

একই বক্তব্য এলিজাবেথেরও৷ ঝড় শুরুর সতর্কবার্তা পেতেই ছুটতে ছুটতে বাড়ি আসেন তিনি৷ ঘরে ঢোকার মুখে দেখেন, যমদূতের মতো তেড়েফুড়ে এগিয়ে আসছে টর্নেডো, তাঁর দিকেই৷ তড়িঘড়ি পোষ্য কুকুর জিঞ্জারকে কোলে নিয়ে আর কিছু বালিশ নিয়ে বাথটবে লুকিয়ে পড়েন৷ 'স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ঝড়ের গর্জন আর জানলার কাচ ভেঙে পড়ার ঝনঝনানি৷ বেঁচে আছি, বিশ্বাসই করতে পারছি না৷'

প্রতিবেশীর ছোট্ট সেলারে পরিবারের সঙ্গে ঘাপটি মেরে থেকে মৃত্যুকে পাশ কাটালেও বেঁচে থাকার উত্তেজনা এলিজাবেথের মতো উপভোগ করতে পারেননি কেলসি ট্রোব্রিজ৷ বাইরে এসে দেখেন, আশপাশের কোনও বাড়িই আর দাঁড়িয়ে নেই৷ ধ্বংসস্তূপের মধ্যেই কেলসির স্বামীর চোখে পড়ে, তিন বছরের একটি মেয়ে উপুড় হয়ে পড়ে রয়েছে৷ ছুটে গিয়ে দেখেন তার নাড়ি স্তব্ধ৷ চিত্ করতেই বুঝতে পারেন, মেয়েটি তাঁদের পাড়াতেই থাকত৷ বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে৷ কেলসি বলেন, 'আমার বাড়ি নেই৷ প্রতিবেশীরাও কেউ নেই৷ এমন বেঁচে থাকার অর্থ কী?'

সব হারানোর যন্ত্রণার কথা আউড়েছেন মার্কিন যুবক ল্যান্ডো হাইড৷ স্থানীয় একটি আস্তাবলে ঘোড়ার পরিচর্যা করেন তিনি৷ টর্নেডোর লেজ মাটি ছুঁতেই সবার আগে সব ক'টি ঘোড়ার বাঁধন খুলে দেন ল্যান্ডো৷ নিজে আশ্রয় নেন আস্তাবলেরই এককোণে৷ আঘাত পেলেও প্রাণটা বেঁচে গিয়েছে৷ ঝড়ে আস্তাবলের কিছুই আর অবশিষ্ট নেই৷ তার ওপর ঝড়ের ঝটকায় আস্তাবলের ছাদে এসে পড়েছে বিশাল এক ট্রাক৷ কিন্ত্ত তাতে কী? 'হাত দু'টো অক্ষত৷ মনের জোরও অটুট৷ আবার নতুন করে গড়ব...!'

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস, ওকলাহোমা, টেক্সাস আর ফ্লোরিডার বাসিন্দাদের কাছে ঘূর্ণিঝড় নতুন ঘটনা নয়৷ দেশের আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী ১৯৯১ সাল থেকে ২০১২ পর্যন্ত বছরে গড়ে ৬২টি ঘূর্ণিঝড় আসে ওকলাহোমায়৷ কিন্ত্ত সোমবারের ঝড় এমনই ভয়ানক ছিল যে তাকে প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত বড় মাপের বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন৷
স্থানীয় মানুষরা বলেন 'টুইস্টার'৷ বেশিরভাগ ক্ষেত্রেই কম ক্ষমতাসম্পন্ন হলেও কোনও কোনও ক্ষেত্রে ব্যতিক্রমী হয়ে ওঠে এই ধরনের ঘূর্ণিঝড় বা টর্নেডোরা৷ কখনও এতটাই বিধ্বংসী হয়ে ওঠে ঝড় যে তাকে ভিলেন বানিয়ে সিনেমাও তুলেছেন হলিউডি পরিচালকরা৷

সোমবারের ঝড় ছিল এমনই গোত্রের৷ দুপুর ২টো ৪০ মিনিটে টর্নেডোর সতর্কবার্তা ঘোষণা করে সাইরেনের কানফাটা আওয়াজ৷ এর ১৬ মিনিটের মধ্যেই মুর এলাকার ৫০ হাজার বাসিন্দা যা দেখলেন তেমন এর আগে খুব বেশিবার দেখেননি তাঁরা৷

দুপুর ঠিক ২টো ৫৬ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ল প্রাদেশিক রাজধানী ওকলাহোমা সিটি আর তার শহরতলি মুর এলাকায়৷ ১৫ বছর আগে আরও একবার শক্তিশালী ঝড়ের তাণ্ডব প্রত্যক্ষ করেছিলেন এই অঞ্চলের বাসিন্দারা৷ ১৯৯৯ সালের ৩ মে'র সেই ঝড়ে প্রাণ গিয়েছিল ৪৪ জন মানুষ৷

ধ্বংসের পরিমাপে ২০১৩-র ২০ জুনের সঙ্গে তুলনা করলে ১৯৯৯ কিছুই নয়৷ যদিও, ১৯৯৯ সালের টর্নেডোয় ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩২০ কিলোমিটার৷ আবহবিদরা বলছেন এটাই ছিল সবচেয়ে বেশি বেগের ঝড়৷

কিন্ত্ত, ২টো ৫৬ থেকে ৩টে ৩৬ -- ৪০ মিনিট এক ভাবে দাপট চালিয়ে অনেক বেশি ক্ষতি করল সোমবারের টর্নেডো৷ বায়ুর গতি পার করল ঘণ্টায় ৩০০ কিলোমিটারের কাঁটা৷ টর্নেডোর শক্তি পরিমাপ করার মানদণ্ড (এনহান্সড ফুজিতা স্কেল) অনুযায়ী সোমবারের ঝড় ছিল চতুর্থ শ্রেণির৷ প্রসঙ্গত, শক্তি নির্ণায়ক স্কেল অনুযায়ী ঘূর্ণিঝড়ের শ্রেণি পাঁচ রকম৷

প্রাদেশিক হাওয়া অফিসের মুখপাত্র কেলি পার্টল জানিয়েছেন, বিশাল এই টর্নেডোর ব্যাস ছিল প্রায় তিন কিলোমিটার৷ অন্তত দশ কিলোমিটার জায়গা জুড়ে ঘুরেছিল ঝড়৷ আর তার গতিপথে যা কিছু ছিল তার সবই ধ্বংস হয়েছিল৷

ঝড়ের মুখে পড়েছিল দু'টি স্কুল৷ এদের মধ্যে প্লাজা টাওয়ার এলিমেন্টারি স্কুল পরিণত হয়েছে দোমড়ানো মোচড়ানো ধাতুর টুকরো আর ইট কাঠের স্তূপে৷ স্কুলের দেওয়াল ধসে চাপা পড়ে গিয়েছে বহু পড়ুয়া৷ অনেককে উদ্ধার করা গেলেও এখনও অনেকেই আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

ঝড়ের মুখে পড়েছিল ব্রায়ারউড এলিন্টোরি স্কুলও৷ প্রাথমিক ভাবে দেখলে মনে হবে স্কুলে হয়তো বোমা পড়েছে৷ ঝড়ের প্রকোপে রাস্তা থেকে আস্ত একটা গাড়ি উড়ে এসে পড়েছে স্কুলের ছাদে৷ ঝড়ে উড়ে গিয়েছে স্কুলের ছাদ৷

সোমবার মাঝরাত পর্যন্ত মুর ও সংলগ্ন এলাকায় উদ্ধারকারীদের দেখা গিয়েছে ধসে পড়া বাড়িগুলির মধ্যে থেকে আটক বাসন্দাদের উদ্ধার করতে৷ এলাকার প্রায় সব বাড়িতেই মাটির নীচে বেসমেন্ট থাকায় বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন৷ প্রাণহানির পরিমাণ তাই অনেকটাই কম হয়েছে মনে করা হচ্ছে৷

ঝড়ের তাণ্ডবে গোটা মুর এলাকা তছনছ হয়ে গেলেও আশ্চর্যজনক ভাবে রক্ষা পেয়ে গিয়েছে মুরেরই কয়েকটি পাড়া৷ মাত্র কয়েকটি ব্লক দূরেই যখন ঝড়ের ধাক্কায় শুয়ে পড়েছে সবক'টি বাড়ি তখন কিছু এলাকা থেকে বোঝাই যায়নি এতবড় ধ্বংসযজ্ঞ হচ্ছে একেবারে হাতের সামনেই৷

ঝড়ের সঙ্গে কয়েক জায়গায় প্রবল শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ছোট খাটো বলের মতো মাপের বরফের টুকরো পড়েছে বৃষ্টির সঙ্গে৷ এলাকার ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কতা ঘোষণা বিভাগ জানিয়েছে, খুব তাড়াতাড়ি ফের এমন ঝড় আসতে পারে৷ বিধ্বস্ত মুর শহরের মেয়রের দপ্তর থেকে আবেদন করা হয়েছে প্রার্থনার জন্য৷

Full coverage

Search nearly complete after Oklahoma tornado

Times of India - ‎5 hours ago‎
MOORE, OKLAHOMA: Rescue workers neared the end of the search for survivors and the dead in theOklahoma City suburb where a rare and powerful tornado claimed 24 lives. Residents of Moore began returning home, some of them finding only empty lots ...

US: More than 100 survivors pulled from Oklahoma tornado debris

IBNLive - ‎4 hours ago‎
Moore: Emergency workers pulled more than 100 survivors from the rubble of homes, schools and a hospital in an Oklahoma town hit by a powerful tornado, and officials lowered the death toll from the storm to 24, including nine children. The 2-mile (3-km) ...

US: Oklahoma tornado toll lowered to 24 from 91

IBNLive - ‎4 hours ago‎
Washington: As rescuers searched for survivors of Monday's devastating tornado that pulverized a vast swath of the Oklahoma City suburbs, authorities revised the death toll down to 24 from 91. Nine of the fatalities are children. The Monday afternoon storm ...

Oklahoma tornado spanned length of 22 soccer fields

Daily News & Analysis - ‎21 minutes ago‎
Residents of suburban Oklahoma were returning home as rescue workers neared the end of the search for survivors and the dead after a mammoth tornado — said to be as wide as 22 football fields - flattened countless homes and claimed 24 lives, including ...

Power of Oklahoma tornado dwarfs Hiroshima bomb

Indian Express - ‎41 minutes ago‎
"Everything was ready for explosive development yesterday," said Colorado State University meteorology professor Russ Schumacher, who was in Oklahoma launching airborne devices that measured the energy, moisture and wind speeds on Monday.

Barack Obama pledges all necessary help for storm-hit Oklahoma

IBNLive - ‎5 hours ago‎
Washington: US President Barack Obama on Tuesday offered condolences for the victims of a deadly tornado inOklahoma and pledged to focus the nation's resources on recovery and rebuilding. "As a nation, our full focus right now is on the urgent work of ...

Giant tornado tears through Oklahoma

Indian Express - ‎4 hours ago‎
Emergency crews and volunteers continued to work Tuesday in a frantic search for survivors of a massive tornado that ripped through parts of Oklahoma City and its suburbs, killing dozens of people and flattening whatever lay in its path, including a hospital ...

Power of US tornado dwarfs Hiroshima bomb

Hindustan Times - ‎3 hours ago‎
If you look at the climate history of tornadoes in May, you will see they cluster in a spot - maybe 100 miles (160 kilometers) wide - in central Oklahoma "and there's good reason for it," said Adam Houston, meteorology professor at the University of Nebraska, ...

Devastating Oklahoma tornado kills 24

The Hindu - ‎13 hours ago‎
A tornado that ripped through Moore, a suburb of Oklahoma City, Oklahoma, on Monday afternoon left at least 24 dead, including nine children, and a trail of destruction that some survivors compared to a "war zone". With winds at over 320 km/hr, the tornado ...

Twisters keep returning, but Oklahoma still short on shelters

Reuters India - ‎4 hours ago‎
REUTERS - The people of central Oklahoma know all too well the destructive power of a tornado, but when a big one rolled toward the town of Moore again on Monday, residents had few basements and storm shelters to run to when the alarm sounded,...

Obama assures federal support to Oklahoma

Indian Express - ‎4 hours ago‎
US President Barack Obama Tuesday assured full federal support to Oklahoma City, where many areas have been devastated by the monstrous tornado that hit the region. "As a nation, our full focus right now is on the urgent work of rescue and the hard work ...

Residents of Oklahoma City suburb begin to assess severity of tornado damage

Washington Post - ‎5 hours ago‎
The city of 55,000, about 11 miles south on Interstate 35 from downtown Oklahoma City, is coping with the infrastructure and communication problems common after natural disasters: power failures, gas leaks, lack of water, poor cellphone service. An area of ...

Oklahoma tornado kills 91; toll to rise

The Hindu - ‎15 hours ago‎
At least 91 people were killed, 20 of them children, as a massive tornado ripped through parts of Oklahoma City and its suburbs in the US, flattening homes and businesses and severely damaging a hospital and two elementary schools. Emergency crews and ...

Oklahoma tornado toll revised to 24, rescue efforts on

Zee News - ‎15 hours ago‎
Amy Elliott, spokeswoman for the Oklahoma Medical Examiner's Office, said Tuesday that there could be as many as 40 more fatalities from Monday's tornado. On Monday evening, families anxiously waited at churches to hear if their loved ones were OK.

Moore shows that as cities grow, tornado damage grows with them

Reuters India - ‎6 hours ago‎
REUTERS - Moore, Oklahoma, has had the bad luck of being hit by two highly destructive tornadoes, both in the month of May, 14 years apart. But the Moore that got struck on Monday is not the same as in 1999. Like a lot of towns across America and in the ...

Oklahoma tornado: Many children among 91 feared

Times of India - ‎21 hours ago‎
MOORE, OKLAHOMA: At least 91 people, including 20 children, were feared killed when a 2 mile wide tornado tore through an Oklahoma City suburb, trapping victims beneath the rubble as one elementary school took a direct hit and another was destroyed.

Oklahoma rescuers wind down search for survivors in wake of savage tornado

The Guardian - ‎3 hours ago‎
Hundreds of US National Guard, police and medical staff spent the day combing through piles of rubble in the streets of Moore, south of Oklahoma City. By the end of the afternoon officials said they were "98% sure" no-one else would be found alive.

Drama as Alarm Sirens Wailed; Time Reveals Lower Death Toll From Tornado

New York Times - ‎4 hours ago‎
The mountain of rubble that was once Plaza Towers Elementary School has become the emotional and physical focal point of one of the most destructive tornadoes to strike Oklahoma. Although the casualty toll fluctuated wildly early on, officials said on ...

Whole neighborhoods razed by Oklahoma tornado that killed 24

Reuters India - ‎10 hours ago‎
MOORE, Oklahoma (Reuters) - Rescuers went building to building in search of victims and thousands of survivors were homeless on Tuesday after a massive tornado tore through the Oklahoma City suburb of Moore, wiping out whole blocks of homes and ...

Why No Safe Room to Run To? Cost and Plains Culture

New York Times - ‎3 hours ago‎
Nor does the rest of Oklahoma, one of the states in the storm belt called Tornado Alley, require them — despite the annual onslaught of deadly and destructive twisters like the one on Monday, which killed at least 24 people, injured hundreds and eliminated ...

Oklahoma tornado leaves misery and relief in its twisted path

Los Angeles Times - ‎46 minutes ago‎
Her section of the street, which is known as SW 149th Street in Oklahoma City, had been transformed into a scrap yard: 5-foot-tall piles of wood chunks, knots of electrical wire, toppled trees. Garland looked in the direction of her 2,500-square-foot house — or ...

Vast Oklahoma Tornado Kills Dozens

New York Times - ‎10 hours ago‎
MOORE, Okla. — A giant tornado, a mile wide or more, killed at least 91 people, 20 of them children, as it tore across parts of Oklahoma City and its suburbs Monday afternoon, flattening homes, flinging cars through the air and crushing at least two schools.

The View From an Oklahoma Basement

New York Times - ‎5 hours ago‎
EDMOND, Okla. — IT seems I am one of the few lucky people in the Oklahoma City area to have a basement. Before the tornadoes rolled through on Sunday and Monday, I spread an old rug on the basement floor, ringed it with pillows and blankets, and ...

Don't pin US tornado on climate change: UN panel head

Times of India - ‎13 hours ago‎
RELATED. GENEVA: Pinning the deadly tornado in the US state of Oklahoma on climate change is wrongheaded, even though the world is set to see a rise in high-profile weather disasters due to global warming, the leader of a UN body said on Tuesday.

Monster tornado rips apart Oklahoma; at least 91 dead

Times of India - ‎May 20, 2013‎
WASHINGTON: The death toll from a massive tornado that swept through a US suburb of Oklahoma City has risen to 91, including at least 20 children, an official told CNN early Tuesday. Amy Elliott, of the state medical examiner's office, said in a televised ...

Oklahoma tornado: Search for survivors nears end

BBC News - ‎47 minutes ago‎
Emergency crews' search in the ruins left by the gigantic tornado that killed two dozen people in Oklahoma on Monday is almost over, say officials. Fire chief Gary Bird said he was "98% sure" there were no more survivors or bodies to recover from the rubble.

Search for Oklahoma tornado survivors nearly complete as residents return to ...

Fox News - ‎5 hours ago‎
"To date, 24 deceased victims of the tornado have been transported to our Oklahoma City office, and positive identifications have been made in the vast majority of those, and these are ready for return to their loved ones," Elliott told FoxNews.com in an e-mail.

• 9 children among dead in Moore, Oklahoma

The Guardian - ‎8 hours ago‎
Oklahoma officials have confirmed 24 deaths from the storm and 237 injuries. Nine children were among those killed, including seven who died at Plaza Towers elementary school. Moore Fire Chief Gary Bird, who has led the search and rescue effort, said...

As we mourn Oklahoma, let's not forget more people die weekly from gun crime

The Guardian - ‎9 hours ago‎
The awful events in Oklahoma City have captured the world's attention and concern. As I write this from the United Kingdom, 24 people have been killed and reports of 10 times that number have been injured. We see scenes of the two schools, Briarwood and ...

Children survive Oklahoma tornado in elementary school bathroom

Washington Post - ‎7 hours ago‎
Partin was huddled at home in this suburb in a tornado-prone swath of Oklahoma, less than a mile from the school. She, her husband and two other children — ages 6 and 3 — moved to the interior of the home, blankets and pillows pulled over their heads.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors