Twitter

Follow palashbiswaskl on Twitter
Follow palashbiswaskl on Twitter

Monday, August 26, 2013

আমিরের ডাকে সাড়া দিতে রাজি কামদুনি

আমিরের ডাকে সাড়া দিতে রাজি কামদুনি

আমিরের ডাকে  সাড়া  দিতে রাজি কামদুনি
বারাসত: ধর্ষণের যন্ত্রণা মর্মে মর্মে বুঝেছে কামদুনি৷ মুম্বইয়ে চিত্রসাংবাদিককে ধর্ষণের ঘটনায় তাই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে অপরাজিতার গ্রাম৷ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় এসে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন কামদুনির মানুষ৷ সুটিয়ার প্রতিবাদী মঞ্চ তাতে পা মেলাবে বলে জানিয়ে দিয়েছে৷ আসতে পারেন খরজুনা, রানিতলার মানুষও৷ কামদুনির যন্ত্রণা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমির খানের আহ্বানে সাড়া দেওয়ার সিদ্ধান্তও হয়েছে রবিবার৷ 



নবগঠিত কামদুনি প্রতিবাদী মঞ্চের বৈঠক হয়েছে রবিবার৷ গ্রামের খোলা মাঠে ওই সভায় অপরাজিতার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের পরবর্তী করণীয়ের পাশাপাশি আলোচিত হয়েছে মুম্বইয়ে চিত্রসাংবাদিককে ধর্ষণের প্রসঙ্গ৷ কামদুনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় বলেন, 'কলকাতায় আমরা মিছিল করব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে৷ সুটিয়া-সহ বেশ কিছু প্রতিবাদ মঞ্চের সঙ্গে যোগাযোগ করেছি তাতে সামিল হওয়ার আবেদন জানিয়ে৷ রাজনীতি নিরপেক্ষ গণসংগঠন ও বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হবে ওই মিছিলে৷' 



কামদুনির প্রতিবাদের অন্যতম প্রধান মুখ মৌসুমী কয়াল বলেন, 'যে কোনও ধর্ষণের প্রতিবাদেই কামদুনি গর্জে উঠবে৷' আমির খানের আমন্ত্রণ সম্পর্কে এ দিনের সভায় আলোচনা হয়েছে৷ 'সত্যমেব জয়তে' চলচ্চিত্রে অংশ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে৷ প্রতিবাদী মঞ্চের সহ-সভাপতি ভাস্কর মণ্ডল বলেন, 'আমাদের আন্দোলনের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতেই ওই সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি আমরা৷' কারা যাবেন, তা অবশ্য ঠিক হয়নি৷ শুধু সিদ্ধান্ত হয়েছে, আমির খান যাঁদের ডাকবেন, তাঁরাই যাবেন সেখানে৷ সুটিয়া প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার কলকাতার মিছিলে অংশ নিতে তাঁদের সম্মতির কথা জানিয়ে বলেন, 'আমরাই প্রতিবাদী মঞ্চের পতাকা কামদুনি, খরজুনা, রানিতলার হাতে তুলেদিয়েছি৷ সব মঞ্চই কলকাতার মিছিলে হাজির থাকবে বলে আশা করছি৷'

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors